কক্সবাজারে বন কর্মকর্তা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বুধবার (৩ এপ্রিল) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, “কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচারকারীদের ড্রাম্প ট্রাকের চাপায় বনবিট কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি বলেন, “এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং এজাহারভুক্ত এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।”
তিনি আরও বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে প্রত্যাশা করছে মন্ত্রণালয়।
জলবায়ু বাস সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মাধ্যমে প্রকল্প বাছাই ও বরাদ্দ প্রদানে নতুন নীতিমালা করা হচ্ছে। ভবিষ্যতে নীতিমালা অনুসরণ করে প্রকল্প গ্রহণ করা হবে, ফলে বিসিসিটির অতীতের ভুলভ্রান্তি পরিহার করা সম্ভব হবে।
এর আগে কর্মশালায় সাবের হোসেন চৌধুরী বলেন, সীসা বিষক্রিয়ার ঝুঁকি কমাতে এবং বাংলাদেশের শিশুদের স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ও তার মন্ত্রণালয় সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবে।
এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
‘অ্যাড্রেসিং দ্য চিলড্রেনস এনভায়রনমেন্টাল হেলথ উইথ এ পার্টিকুলার ফোকাস অন লেড পয়জনিং ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (এসডো)।
সাবেক সচিব ও এসডোর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন, আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব) এস কে রফিকুল ইসলাম ও ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়া ভ্যানডেনেন্ট।
উল্লেখ্য, কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ের হরিণমারা এলাকায় ডাম্পারের (মিনিট্রাক) চাপায় নিহত বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। ৩০ মার্চ (শনিবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হরিণমারা এলাকায় ফরিদ আলমের দোকানের সামনের সড়কে সাজ্জাদুজ্জামান ডাম্পারের চাপায় নিহত হন।
শনিবার গভীর রাতে হরিণমারায় পাহাড় কেটে ডাম্পারে ভরে বালু পাচার হচ্ছিল। খবর পেয়ে সাজ্জাদুজ্জামান বন বিভাগের গাড়িচালক মো. আলীকে (২৭) নিয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বালু পাচারকারীরা ডাম্পার দিয়ে মোটরসাইকেল আরোহী সাজ্জাদুজ্জামান ও আলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত অবস্থায় চালক আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বন বিভাগে যোগ দেন সাজ্জাদুজ্জামান। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।