অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পবিত্র শবে কদর পালন


বাংলাদেশে পবিত্র শবে কদর পালন
বাংলাদেশে পবিত্র শবে কদর পালন

বাংলাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হয় এই পবিত্র রজনীর আনুষ্ঠিানিকতা। মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র ও বরকতময় রাত এটি।

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র এই রজনী উপলক্ষে বিশেষ ইবাদতে নিবেদিত হন। দেশের পাশাপাশি, মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করা হয় এই রাতের মোনাজাতে।পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত, যুদ্ধবিগ্রহ, অভাব-অনটনসহ বিভিন্ন কারণে হাজার হাজার মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।

সব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে শবে কদরের রাতে প্রার্থনা করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে। লাইলাতুল কদরের রাতটি মুসলিমদের কাছে অনেক বরকতময়। ইসলাম ধর্ম মতে, মাহে রমজানের এ রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেন।

XS
SM
MD
LG