৮ এপ্রিল, সোমবার উত্তর আমেরিকার কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত সরু একফালি স্থান থেকে লক্ষ লক্ষ মানুষ সাক্ষী হয়ে রইলেন পূর্ণ সূর্যগ্রহণের।
সূর্যগ্রহণ উপলক্ষ্যে এটাই উত্তর আমেরিকার সবচেয়ে বড় সমাবেশ। জনবহুল পথ এবং টেক্সাস ও অন্যান্য এলাকায় দুপুর বেলায় চার মিনিটের বেশি সময় অন্ধকার নেমে আসার কারণে এই অত্যুৎসাহ।
আবহাওয়া অনুকূল থাকায় উত্তর আমেরিকার প্রায় প্রত্যেকে অন্তত আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন বলে নিশ্চিত ছিলেন। (এপি)