ঈদুল ফিতরের আবহে ৮ এপ্রিল, সোমবার গাজায় চলমান সংঘাত থেকে শান্তি খুঁজতে গাজা সিটির এক বাস্তুচ্যুত পরিবার রুটি-বিস্কুট জাতীয় খাবার প্রস্তুত করছে; রাফার তাঁবু-শিবিরে থাকা সকলের মধ্যে বিতরণের জন্য।
আয়া আল-মাশহারাই গাজায় ইসরাইলের যুদ্ধে নিজের দাদু ও ভাইবোনদের হারিয়েছেন। তার বাবা, বাকি ভাইবোনেরা ও তার স্বামী এখনও গাজা সিটিতে রয়েছেন। তিনি বলেন, রুটি তৈরি আসলে শিশুদের খুশি করার চেষ্টা মাত্র।
মালমুল নামের এই খাবার ও ঐতিহ্যবাহী বিস্কুট তৈরির জন্য তার সঙ্গে আরও ৬ জন নারী রয়েছেন। এগুলি তারা বিক্রি করেন।
এই সামান্য উপার্জন তাদের জীবন ধারণে সাহায্য করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক বাহিনীর স্থল আক্রমণের ফলে কমপক্ষে ৩৩,২০৭ জন ফিলিস্তিনি নিহত ও ৭৫,৯৩৩ জন আহত হয়েছেন। (রয়টার্স)
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।