অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা


কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা।

ভারতের রাজনীতিতে লোকসভার আলোচিত আসন আমেথি। কংগ্রেস ও গান্ধী পরিবারের আসন হিসেবে পরিচিত আমেথি। এবার এই আসনে প্রার্থী হতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা। গত রবিবার (৭ এপ্রিল) রবার্ট ভাদ্রা দাবি করেন, “আমেথিকে আমি হাতের তালুর মতো চিনি। সেখানকার বহু মানুষ আমাকে বলছে, এবার আপনি প্রার্থী হোন।”

“চাইলে দেশের অনেক আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বহু মানুষ আমাকে চাইছে। তারা বলছে, আপনি প্রার্থী হলে জিতে যাবেন। জেতানোর দায়িত্ব আমরা নেবো;” বলেন রবার্ট ভাদ্রা।

রবার্টের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কংগ্রেসের অনেক নেতা বলছেন, রবার্ট প্রার্থী হলে গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির পরিবারতন্ত্র বিষয়ক বক্তব্য আরো জোরদার হবে।

রবার্ট ভাদ্রা দাবি করেন, আমেথিতে রাহুল গান্ধীর হয়ে ভোটে কাজ করার সুবাদে সেই এলাকার মানুষ তাকে চেনে। ঐ সব মানুষের অনেকে প্রার্থী হতে বলছেন বলে দাবি করেন রবার্ট ভাদ্রা । ভারতের আরো অনেক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে, আমেথি আসনে আবার প্রার্থী হতে চাইছেন বিজেপি’র স্মৃতি ইরানি। আর, রাহুল গান্ধী কেরালার ওয়ানাড আসন থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। অন্যদিকে, সনিয়া গান্ধী রাজ্যসভায় চলে যাওয়ায়, রায়বেরলি কেন্দ্র থেকে গান্ধী পরিবারের কেউ প্রার্থী হবেন কি না, এখনো জানা জায়নি।

স্থানীয় কংগ্রেস সদস্যরা চাইছেন, প্রিয়ঙ্কা গান্ধী রায়বেরলিতে প্রার্থী হোক। তবে, সনিয়া গান্ধী বা প্রিয়ঙ্কা, কেউ প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেননি। আর, কংগ্রেস দলগতভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

কংগ্রেসের নেতারা বলছেন, রবার্টকে প্রার্থী করা হলে, নরেন্দ্র মোদী পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে আরো সক্রিয় হয়ে উঠবেন।

XS
SM
MD
LG