অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানকে আক্রমণ চালানোর বিরুদ্ধে সতর্ক করলো ইসরাইল


ফাইল-নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি বৈঠকের সময়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ পণবন্দিদের পরিবারের সদস্যদের কথা তুলে ধরেন। মার্চ ১১,২০২৪।
ফাইল-নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি বৈঠকের সময়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ পণবন্দিদের পরিবারের সদস্যদের কথা তুলে ধরেন। মার্চ ১১,২০২৪।

সিরিয়ার রাজধানীতে ইরানি কনসুলেটে ইসরাইলে সন্দেহজনক আক্রমণের এক সপ্তাহেরও বেশি সময় পরে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বুধবার ইরানকে হুঁশিয়ার করে তাদের এলাকা থেকে ইসরাইলের উপর আক্রমণ চালানো থেকে বিরত থাকতে বলেছেন।

কাটজ সামাজিক মাধ্যম এক্স’এ একটি পোস্টে লেখেন “ ইরান যদি তার নিজের এলাকা থেকে আক্রমণ চালায়, ইসরাইলও ইরানে পাল্টা আক্রমণ চালাবে”।

কাটজ ঐ পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইকেও বার্তা পাঠান।

এই পোস্টের কয়েক ঘন্টা আগে খামেনেই বলেছিলেন এই কনসুলেটে আক্রমণ চালানোর জন্য ইসরাইলকে “শাস্তি পেতে হবে”।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ঐ মন্তব্যে খামেনেই বলেন, “ যখন তারা আমাদের কনসুলেট আক্রমণ চালানো সেটা আমাদের ভূমিতে আক্রমণ চালানোর মতই”।

ইসরাইল সাম্প্রতিক বছরগুলিতে সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পৃক্ত লক্ষ্যবস্তুর উপর বিমান আক্রমণ চালিয়েছে।

গাজা ভূখন্ডে ইরান সমর্থিত হামাস জঙ্গি গোষ্ঠীকে পরাস্ত করতে ইসরাইল যখন পাল্টা আক্রমণ চালায় তখন ইসরাইলি বাহিনী ও লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লাহর সঙ্গে ইসরাইলি বাহিনীর সীমান্তে সংঘাত হয়েছে।

XS
SM
MD
LG