অ্যাকসেসিবিলিটি লিংক

দড়ি বেয়ে আইফেল টাওয়ারে উঠলেন একজন আরোহী

১০ এপ্রিল বুধবার ফরাসি অ্যাথলেট আনুক গার্নিয়ার ৩৬১ ফুট দড়িতে চড়ে আইফেল টাওয়ারের দ্বিতীয় তলায় পৌঁছে দড়ির সাহায্যে আরোহণের বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করেছেন।

গার্নিয়ারের রেকর্ডটি এখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা যাচাই করা হয়নি। তবে তিনি বলেন, এর ফলে এই কৃতিত্বের উদযাপন থেমে থাকেনি।

মাত্র ১৮ মিনিটে এই কৃতিত্ব অর্জনের জন্য দুবারের বিশ্ব বাধা কোর্স চ্যাম্পিয়ন এক বছরের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন।

তিনি দড়িতে ওঠার সময় তার অনেক বন্ধু এবং আত্মীয়স্বজন উল্লাস করছিলেন আর করতালি দিচ্ছিলেন। (রয়টার্স)


XS
SM
MD
LG