অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ক্ষমাপ্রাপ্ত ৩,০০০ জনের মধ্যে প্রিয়জনদের দেখার আশায় কারাগারে মানুষের ভীড়


চলতি সপ্তাহের ঐতিহ্যবাহী নববর্ষের ছুটি উপলক্ষে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ ৩,০০০ জনেরও বেশি মানুষকে মুক্তি দিয়েছে। বুধবার, একাধিক কারাগারের বাইরে মানুষ ভীড় জমিয়েছিল এই আশায় যে তাদের প্রিয়জনরাও হয়ত মুক্তিপ্রাপ্তদের মধ্যে থাকবেন।

সামরিক বাহিনী জানিয়েছে যে তাপপ্রবাহের কারণে দেশটির প্রাক্তন নেতা অং সান সু চির স্বাস্থ্য ব্যবস্থার জন্য কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে।তার ঠিক পরেই জনসাধারণের জন্য এই মুক্তির নির্দেশ এসেছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে কতজন গণতন্ত্রপন্থী কর্মী ছিলেন, কতজনকে রাজনৈতিক কারণে বন্দী করা হয়েছিল, এবং কতজন সেনা শাসনের প্রতিবাদের জন্য আটক ছিলেন, তার কোনটাই তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়েনি।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী এমআরটিভি জানিয়েছে যে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের প্রধান, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং মোট ৩,৩০৩জন বন্দীকে ক্ষমা করেছেন। তাদের মধ্যে রয়েছেন ২৮ জন বিদেশী, যাদেরকে মিয়ানমার থেকে ডিপোর্ট করা হবে। এর পাশাপাশি অন্যদের সাজাও কমিয়েছেন তিনি।

XS
SM
MD
LG