অ্যাকসেসিবিলিটি লিংক

অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত, জানালেন হাছান মাহমুদ


পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ২১ এপ্রিল, ২০২৪।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ২১ এপ্রিল, ২০২৪।

ভারতের অভ্যন্তরীণ কারণে দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (২১ এপ্রিল) তিনি আরো জানান যে এই সফর আবার কবে হতে পারে, তা ঢাকাকে এখনো জানানো হয়নি।

“ভারতে এখন নির্বাচন চলছে। তাদের অভ্যন্তরীণ নানা কারণে সফর স্থগিত করা হয়েছে;” বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকা সফর করবেন বিনয় মোহন কোয়াত্রা। বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এজেন্ডার অগ্রগতি পর্যালোচনার অংশ এই সফর অনুষ্ঠিত হবে।

সফরের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও, শনিবার (২০ এপ্রিল) সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসার কথা ছিলো ভারতের পররাষ্ট্র সচিবের।

এদিকে, ভারতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। ভারতের নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ ধাপে। ১৯ এপ্রিল লোকসভার ভোটগ্রহণ শুরু হয়েছে; চলবে ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন ভোট গণনা করা হবে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অবশ্যই হবে। তবে এটি ভারতের নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।”

XS
SM
MD
LG