অ্যাকসেসিবিলিটি লিংক

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রায় ৫ মাস কারাভোগের পর তিনি মুক্তি পান।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে তিনি কারাগার থেকে বের হন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মুক্তির পর কারাগারের ফটকের সামনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ নেতাকর্মীরা। পরে, হাবিব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলে, রুহুল কবির রিজভী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গত বছরের ২০ নভেম্বর রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে হাবিবকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

হাইকোর্টের একজন বিচারপতি সম্পর্কে 'কটূক্তি’ করায়, গত বছরের ২৮ অক্টোবরের পর তাকে তলব করে আদালত। মন্তব্য প্রত্যাহার না করায় তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেয় আদালত। হাবিবের এক আইনজীবী জানান, সবগুলো মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় হাবিব মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য যে ১৯৯০ সালের ছাত্র-গণ আন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগের সাভাপতি ছিলেন হাবিবুর রহমান হাবিব।

XS
SM
MD
LG