অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে হিন্দুরা অগ্নি কেলি উৎসব উপলক্ষে একে অপরের দিকে আগুন নিক্ষেপ করেন


ভারতে হিন্দুরা অগ্নি কেলি উৎসব উপলক্ষে একে অপরের দিকে আগুন নিক্ষেপ করেন
please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

রবিবার, ২১ এপ্রিল ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ম্যাঙ্গালোরে হিন্দু ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানাতে একে অপরের দিকে জ্বলন্ত মশাল নিক্ষেপ করে আগুনের অনুষ্ঠান সম্পন্ন করেন।

স্থানীয়ভাবে 'অগ্নি কেলি' বা 'টুঠেধারা' নামে পরিচিত অনন্য এই ঐতিহ্যটি বহু শতাব্দী ধরে মন্দিরে উৎসবের অংশ হিসেবে পালিত হয়ে এসেছে।

'অগ্নি কেলি' সাধারণত আট দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে পালন করা হয়। ভক্তদের বিশ্বাস যে মশালে আগুন জ্বালিয়ে একে অপরের দিকে নিক্ষেপ করলে দেবী খুশি হবেন।

শুকনো নারকেলের খোসা ব্যবহার করে ভক্তরা এই আগুনের মশাল প্রস্তুত করেন।

হিন্দু পুরাণ অনুসারে, দেবী এই অঞ্চলে মানবজাতি ধ্বংসকারী অসুরদের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিলেন।

মন্দির সম্পর্কিত গল্পগুলিতে শোনা যায় যে দেবী কোন রক্তপাত না করেই অসুরদের পরাজিত করেছিলেন, এবং স্থানীয়রা আগুনের তীর ব্যবহার করে যুদ্ধ করেছিলেন।

XS
SM
MD
LG