অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি কিয়েভে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপ শেষ করার পরে ২২ এপ্রিল সোমবার কিয়েভে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন।

বাইডেন বলেন, সেনেটে জাতীয় নিরাপত্তা সম্পূরক প্রস্তাব পাস হওয়ার সাথে সাথে এবং তিনি এতে স্বাক্ষর করলেই ইউক্রেনের জরুরি যুদ্ধক্ষেত্র ও বিমান প্রতিরক্ষা চাহিদা মেটাতে তার প্রশাসন দ্রুত নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজ সরবরাহ করবে।

বাইডেন আরও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে, রাশিয়ার হামলার পরে গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি করতে এবং ইউক্রেনকে ইউরো-আটলান্টিক সংহতকরণের পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে সংস্কারকে সমর্থন করতে সহায়তা করবে। (এপি)

XS
SM
MD
LG