অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: খান ইউনিসে হাসপাতালের আশেপাশে দাফন করা প্রিয়জনদের সন্ধান করছে ফিলিস্তিনিরা


গাজা ভূখণ্ডের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ২৩ এপ্রিল সোমবার তারা দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের প্রধান হাসপাতালের অভ্যন্তরে একটি অস্থায়ী কবর থেকে ২৮৩টি মৃতদেহ উদ্ধার করেছে।

এ মাসের শুরুতে খান ইউনিসের কাছ থেকে সেনাবাহিনী সরে যাওয়ার পর বাসিন্দারা তাদের নিহত প্রিয়জনদের অন্যত্র স্থায়ী কবরে দাফন করার জন্য মৃতদেহের সন্ধানে ঘটনাস্থলে ফিরে আসছেন।

গত মাসে ইসরায়েলি বাহিনী যখন নাসের হাসপাতালটি ঘেরাও করছিল তখন হাসপাতালের কবরস্থানটি নির্মিত হয়েছিল।

এ সময় লোকজন মৃতদের কবরস্থানে দাফন করতে পারছিল না। হাসপাতালের আঙিনায় কবর খুঁড়তে হয়েছিল, তারা বলেন।

এক বিবৃতিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার থেকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে মোট ২৮৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG