অ্যাকসেসিবিলিটি লিংক

রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ

রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, শ্রমিক সংগঠন ও বামপন্থী রাজনৈতিক দলগুলো সাধারণত রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে রানা প্লাজা ট্রাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করেন তাদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ও নিহতদের স্বরণে কিছু সময় নীরবতা পালন করা হয়। পরে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি রানা প্লাজা ধস।

বুধবার (২৪ এপ্রিল) ছিল রানা প্লাজা ট্র্যাজেডির ১১তম বার্ষিকী।

২০১৩ সালের ২৪ এপ্রিল রাজধানী ঢাকার অদূরে সাভারে ধসে পড়ে রানা প্লাজা নামে আটতলা ভবন। এই ঘটনায় ১ হাজার ১৩৮ জন নিহত ও ২ হাজারের বেশি মানুষ আহত হন।

ভবনের মালিক সোহেল রানা গ্রেপ্তারের পর থেকেই জেলে আছেন।


XS
SM
MD
LG