ইসরায়েলে দক্ষিণাঞ্চলের শহর আরদের কাছে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ২৬ এপ্রিল, শুক্রবার মরুভূমিতে পড়ে থাকা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ সরিয়ে ফেলা হলো।
১৩ এপ্রিল ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। তেহরানের দাবি, ১ এপ্রিল দামেস্কে তাদের দূতাবাস চত্বরে ইসরায়েলের সন্দেহভাজন ভয়াবহ হামলার পাল্টা জবাবে এই আক্রমণ। তবে, ইরানের নিক্ষেপ করা অধিকাংশ অস্ত্রকেই গুলি করে ভূপাতিত করা হয়েছে।
১৯ এপ্রিলে ইরানের ইস্ফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সম্পর্কে বিভিন্ন সুত্র দাবি করেছে, এ ছিল ইসরায়েলি হামলা। তবে, তেহরান এই ঘটনা নিয়ে শোরগোল করেনি এবং তারা বলেছে, প্রত্যাঘাতের কোনও পরিকল্পনা তাদের নেই। (রয়টার্স)