অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: গাজা সীমান্তে কয়েক ডজন ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল


২৬ এপ্রিল, শুক্রবার গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সীমান্ত বরাবর কয়েক ডজন ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি মোতায়েন করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। একে সীমান্তবর্তী শহর রাফা আক্রমণের প্রস্তুতি বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ইসরায়েলের কেরেম শালোম সীমান্ত পারাপার এলাকার কাছে একাধিক ট্যাঙ্ক ও এপিসি মোতায়েন করা হয়েছে। এই সীমান্ত পারাপার এলাকাটি রাফার পাশেই।

ইসরায়েলের নেতারা বলছেন, ছয় মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর রাফা হামাসের শেষ ঘাঁটি।

ব্যাপক আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শহরকে আক্রমণ করতে অঙ্গীকারবদ্ধ। শহরটি মিশর সীমান্ত বরাবর অবস্থিত। ৭ অক্টোবরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হানার পাল্টা জবাবে এই গোষ্ঠীকে ধ্বংস করার পরিকল্পনার অংশ নেতানিয়াহুর রাফা অভিযান।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG