অ্যাকসেসিবিলিটি লিংক

কানাডার হ্রদে আটকা পড়া তিমির ছানা সাঁতরে বেরিয়ে আসছে


শুক্রবার, ২৬ এপ্রিল কানাডার ফিশারিজ অ্যান্ড ওশেনস ‘এর কিছু ছবিতে দেখা যাচ্ছে কলাম্বিয়ার একটি উপহ্রদ থেকে একটি তিমির ছানা সাঁতরে বেরিয়ে আসছে। স্থানীয় আদিবাসী উপজাতিদের মতে, কয়েক সপ্তাহ সেখানে আটকে থাকার পর তিমি মাছের ছানাটি সেখান থেকে সাঁতরে বেরিয়ে এসেছে।

মার্চের শেষের দিকে তার গর্ভবতী মা একটি পাথুরে সৈকতে মারা যায়। তার পর থেকে এহাত্তেসাহ ফার্স্ট নেশন তিমি মাছের ছানাটির উপর নজর রাখছিল। তারা তার নাম দিয়েছিলো ব্রেভ লিটল হান্টার। (এএফপি)

XS
SM
MD
LG