অ্যাকসেসিবিলিটি লিংক

"কখনও এমন গরম ফিল করিনি।"


"কখনও এমন গরম ফিল করিনি।"
please wait

No media source currently available

0:00 0:04:59 0:00

গরমে টেকা দায়। দিনে তিন-চার বার করে গোসল দিয়েও কুলোচ্ছে না। একটুখানি বাইরে বেরুলেই রোদে গা পুড়ে যাচ্ছে। ভারতবর্ষ স্বাধীন হবার পর এমন টানা তাপপ্রবাহ আর হয়নি, বলছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। গেল বিশ বছরে ঢাকা শহরের গড় তাপমাত্রা বেড়েছে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস। মানুষ মারাও যাচ্ছে হিট স্ট্রোকে। কিন্তু কেন বাড়ছে গরম? কিভাবে এমন গরমে একটু স্বস্তি পাওয়া যায়? গরম কমিয়ে আনতে কী করতে পারি আমরা? - জানতে ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু তরুণ-তরুণীর সাথে কথা বলেছি আমরা। সাকিব প্রত্যয়ের প্রতিবেদন।

XS
SM
MD
LG