অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে হিন্দু তীর্থযাত্রীদের উৎসব


দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের সবচেয়ে বড় হিন্দু তীর্থযাত্রা উৎসবের সূচনা হয় মাটির আগ্নেয়গিরির মাথায় আরোহণের মাধ্যমে।

লোকজন শত শত সিঁড়ি অতিক্রম করে আগ্নেয়গিরির চূড়ায় পৌঁছায়, যেখানে তারা গর্তের ভিতর নারকেল এবং গোলাপের পাপড়ি ফেলেন।

এই তিন দিনের ভ্রমণের উদ্দেশ্য হিংলাজ মাতা দর্শন করা, যা একটি প্রাচীন গুহা মন্দির। গর্তে ফুল এবং ফল নিক্ষেপের আচারটি দর্শনের জন্য অনুমতির আকাঙ্ক্ষাকে চিহ্নিত করে।

হিংলাজ যাত্রা পাকিস্তানের সবচেয়ে বড় হিন্দু উৎসব যা বেলুচিস্তান প্রদেশের হিঙ্গোল জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি শুক্রবার শুরু হয়েছিল এবং রবিবার শেষ হওয়ার কথা রয়েছে। আয়োজকরা বলছেন, সব মিলিয়ে এক লাখের বেশি হিন্দু অংশগ্রহণ করবে বলে অনুমান করা হচ্ছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ৪.৪ মিলিয়ন হিন্দু বাস করে, যা জনসংখ্যার মাত্র ২.১৪%। হিংলাজ মাতা হল দেশটির হাতেগোনা কয়েকটি হিন্দু স্থানগুলির মধ্যে একটি, যেখানে প্রতি বছর সারা দেশ থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের আকর্ষণ করে।

XS
SM
MD
LG