অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে তীব্র তাপ প্রবাহের মধ্যে স্কুল খোলা হচ্ছে


দীর্ঘায়িত তাপপ্রবাহের কারণে গত সপ্তাহান্তে বাংলাদেশে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।কিন্তু তাপপ্রবাহের সতর্কতা সত্ত্বেও লাখ লাখ শিক্ষার্থী তাদের পুনরায় খোলা স্কুলে আবার ফিরে গেছেন।

গত সপ্তাহে রাজধানী ঢাকায় গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল, যা গত ৩০ বছরের গড় থেকে ৪-৫ ডিগ্রি বেশি। সেইসঙ্গে আরও কয়েক দিনের গরম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

XS
SM
MD
LG