অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার


২৭ এপ্রিল, শনিবার সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী এক বিক্ষোভ থেকে গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টাইনসহ কয়েক ডজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের বহু কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহের বেশি সময় আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ১০০ জনের বেশি ব্যক্তির গণ-গ্রেফতারির কারণে এই বিক্ষোভ শুরু হয়।

এরপর থেকে ক্যালিফর্নিয়া, টেক্সাস হয়ে আটলান্টা ও বস্টনে কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা গাজার মানবিক সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য কলম্বিয়ার শিক্ষার্থীদের ব্যবহৃত ছাউনির অনুকরণে তাঁবু তৈরি করে অবস্থান বিক্ষোভ করছিল।

বিক্ষোভকারীদের দাবি, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলিতে বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনিয়োগ বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত করতে হবে। (রয়টার্স)

XS
SM
MD
LG