উদ্ধারকারী এবং ইন্দোনেশীয় সেনাবাহিনী ১ মে বুধবার প্রত্যন্ত একটি আগ্নেয়গিরির অদূরে পাহাড়ের কিছু অংশ সমুদ্রে পতিত হতে পারে- এই আশঙ্কায় আগ্নেয়গিরিটির নিকটবর্তী দ্বীপ তাগুলানডাং-এর বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য জাহাজ পাঠিয়েছে।
মঙ্গলবার মাউন্ট রুয়াং-এ তিনবার অগ্ন্যুৎপাত হয়। এর ফলে আকাশে লাভা ও ছাই ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ ১২ হাজার স্থানীয় মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করতে বাধ্য হয়। (এএফপি)