অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ ড্রোন হামলার পর খারকিভের শিল্পাঞ্চলের ভবনগুলিতে আগুন লেগে যায়


খারকিভের গভর্নর ওলেহ সিনিহুবভ বলেছেন, শহরটিতে রাতভর হামলার পর চারজন আহত হয়েছে এবং দুটি ভবন বিধ্বস্ত হয়েছে।

খারকিভের গভর্নর শনিবার টেলিগ্রাম ব্যবহারকারীদের জানিয়েছেন যে রাশিয়া ইরানের তৈরি দুটি শাহেদ ড্রোনের মাধ্যমে শহরটিকে লক্ষ্যবস্তু করেছিল এবং সেগুলি একটি শিল্প এলাকায় আঘাত হেনেছে।

দমকলকর্মীরা একটি টায়ার মেরামতের দোকানসহ দুটি ভবনকে গ্রাস করা দাবানল মোকাবেলা করে নিয়ন্ত্রণে এনেছেন।

রাশিয়ার সীমান্ত থেকে ৪০ কিলোমিটার, বা প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ বাহিনীর দ্বারা ক্রমাগত আক্রমণের শিকার হয়ে এসেছে।

XS
SM
MD
LG