অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের নির্বাচনী কর্মীরা ভোটকেন্দ্র স্থাপন করতে পাহাড়ে উঠছেন


ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত নির্বাচনী এলাকায় ১৬০ জন ভোটারের কাছে পৌঁছানোর জন্য একদল পোলিং অফিসার ভারী ভোটিং মেশিন এবং উপকরণ বহন করে পাহাড়ি রাস্তা অতিক্রম করেন।

পুনের বারামতি জেলার মালভূমিতে নির্মিত এই রায়রেশ্বর দুর্গ পর্যটকদের মধ্যে একটি জনপ্রিয় গন্তব্যস্থল হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

কষ্টসাধ্য পাথুরে রাস্তা, ঢালু পথ ও খাড়া বাঁক পেরিয়ে দীর্ঘ এক ঘণ্টা পর নির্বাচনী কর্মকর্তারা রায়রেশ্বর দুর্গে পৌঁছান।

নির্বাচনের আগের ধাপগুলোয় সারা দেশের ভোটারদের কাছে পৌঁছানোর জন্য ভোটগ্রহন কর্মীদের নৌকায় করে এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে ভ্রমন করতে দেখা গেছে।

ভারতে চলমান সাত ধাপের সাধারণ নির্বাচনের আসন্ন চতুর্থ ধাপে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ করা হবে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের ভোটাররা ১৯ এপ্রিল একটি সাত ধাপের নির্বাচনে ভোট দেওয়া শুরু করে, যেখানে প্রায় একশ কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য।

ভোটগ্রহণের সমাপ্তি হবে ১ জুন, এবং ভোট গণনা হবে ৪ জুন।

XS
SM
MD
LG