অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাজ্যের চিড়িয়াখানা ৮ বছরে প্রথমবারের মত উট শাবককে স্বাগত জানালো


স্যালি নামে একটি উটের বাচ্চা ১১ এপ্রিল যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের হুইপসনেড চিড়িয়াখানায় জন্মগ্রহণ করেছিল। স্যালির বাবা-মা হলেন ইজি এবং ওকলি নামে দুটি উট।

মঙ্গলবার, ৭ মে চিড়িয়াখানা থেকে প্রকাশিত একটি ভিডিওতে স্যালিকে দৌড়াতে এবং চিড়িয়াখানার প্রাপ্তবয়স্ক উটদের সাথে মেলামেশা করতে দেখা গেছে।

চিড়িয়াখানার এক কর্মী জর্জ স্পুনার বলেছেন যে স্যালি স্বভাবে চঞ্চল ও আত্মবিশ্বাসী এবং তার বাবা-মায়ের সাথে ভাল আছে।

১২ বছর বয়সী মা ইজি স্যালিকে জন্ম দেওয়ার আগে ১৩ মাস ধরে গর্ভবতী ছিল।

ব্যাক্ট্রিয়ান জাতের উট মঙ্গোলিয়া এবং চীনের বন্য উট সহ অন্যান্য বিপন্ন প্রজাতির জন্য একটি প্রতিনিধি প্রজাতি হিসাবে কাজ করে। হুইপস্নেড চিড়িয়াখানার একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, মঙ্গোলিয়া এবং চীনের মরুভূমিতে জলের তীব্র অভাব এবং শিকারিদের কারণে বর্তমানে মাত্র ৯৫০টি বন্য উট বেঁচে রয়েছে।

ব্যাক্ট্রিয়ান উটের দুটি কুঁজ থাকে যা ফ্যাটি টিস্যু সঞ্চয় করে। এছাড়াও যখন খাবারের অভাব হয়, তখন কুঁজগুলি পুষ্টির একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে।

তারা জল না খেয়ে এক সপ্তাহ বা তার বেশি সময় কাটাতে পারে এবং অল্প খাবার খেয়ে কয়েক মাস বেঁচে থাকতে পারে।

তবে এই উটের বাছুরের কুঁজ তৈরি হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।

XS
SM
MD
LG