অ্যাকসেসিবিলিটি লিংক

পোপকে রক্ষায় সুইস গার্ডের নতুন সদস্যরা শপথ নিলো


পোপকে রক্ষায় সুইস গার্ডের নতুন সদস্যরা শপথ নিলো
please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

৬মে সোমবার নতুন নিয়োগপ্রাপ্তরা সুইস গার্ডের সদস্যপদে শপথ গ্রহণ করে । সুইস গার্ড ষোড়শ শতাব্দী থেকে পোপদের সুরক্ষা দিচ্ছে।

১৫০৬ সালে পোপ দ্বিতীয় জুলিয়াস সুইস গার্ড প্রতিষ্ঠা করেন।

এর সদস্য সংখ্যা ২০২৫ সালের পবিত্র বছরের জন্য পোপ ফ্রান্সিসের অধীনে ১১০ জন থেকে বৃদ্ধি পাচ্ছে। ২০২৫ সালে লাখ লাখ অতিরিক্ত তীর্থযাত্রী ভ্যাটিকান পরিদর্শন করবেন বলা আশা করা হচ্ছে।

১৫২৭ সালে পবিত্র রোমান সম্রাট পঞ্চম চার্লসের বাহিনীর আক্রমণ থেকে পোপ সপ্তম ক্লিমেন্টকে রক্ষা করতে গিয়ে ১৪৭ জন রক্ষী নিহত হওয়ার এই তারিখকে স্মরণ করে ৬ মে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুইস গার্ডরা ন্যূনতম ২৬ মাসের জন্য এই দায়িত্বে অন্তর্ভুক্ত হয়। যোগদানের সময় তাদের অবশ্যই অবিবাহিত হতে হবে। তবে ২৫ বছরের বেশি বয়সী এবং ৫ বছরের বেশি সময় ধরে সেবা করার পরে তারা বিয়ে করতে পারে। (রয়টার্স)

XS
SM
MD
LG