অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের শিল্পাঞ্চলে গ্যাস ট্যাঙ্কে আগুন


থাইল্যান্ডের শিল্পাঞ্চলে গ্যাস ট্যাঙ্কে আগুন
please wait

No media source currently available

0:00 0:00:24 0:00

বৃহস্পতিবার, ৯ মে পূর্ব থাইল্যান্ডের মাব তা ফুত শিল্প এলাকায় একটি গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে ব্যাপক অগ্নিকাণ্ডের পর অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছে।

আগুন লাগার খবর পাওয়ার প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। তবে রেয়ং প্রদেশের জনসংযোগ বিভাগ অনুসারে, দমকল কর্মীদের অনুমান আগুন পুরোপুরি নিভতে ১০ ঘন্টার বেশি সময় লাগতে পারে।

প্রায় ৪০০ শ্রমিক ও বাসিন্দাকে সেখান থেকে অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় মিডিয়ার তোলা ফুটেজে দেখা গেছে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ও অগ্নিশিখা একটি সাদা ট্যাঙ্ককে গ্রাস করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন যে ২,৫০০ কিউবিক মিটার ধারণক্ষমতার ট্যাঙ্কটি মাব তা ফুত ট্যাঙ্ক টার্মিনাল কোম্পানির অংশ। কোম্পানিটি পেট্রোকেমিক্যাল পণ্যের জন্য একটি বাণিজ্যিক বন্দর এবং স্টোরেজ টার্মিনাল পরিচালনা করে।

সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে যে তারা অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণটি তদন্ত করছে, এবং এমন ঘটনা যাতে আবার ঘটতে না পারে তার পদক্ষেপ নেওয়া হবে। তারা শোক প্রকাশ করে এও বলেছে যে ঘটনায় নিহত এবং আহতদের যত্ন নিতে এবং তাদের ক্ষতিপূরণ দিতে তারা প্রস্তুত।

XS
SM
MD
LG