ইসরায়েল ও হামাস জঙ্গি গোষ্ঠীর মধ্যে চলমান যুদ্ধের আবহে ১০ মে, শুক্রবার গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলে দেইর আল-বালাতে ভূমধ্যসাগরের তীর ও সৈকত বরাবর নির্মিত তাঁবুতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে রাফায় আক্রমণের পর ইসরায়েল আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে পড়েছে। এই হামলার ফলে ফিলিস্তিনিরা পালাতে বাধ্য হয়েছে। অনেকের মতে, এটাই বেসামরিক নাগরিকদের শেষ আশ্রয়। (এএফপি)
গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরাইল যুদ্ধের সূচনা হয়।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7605043.html
বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।