অ্যাকসেসিবিলিটি লিংক

অঘোষিত ইউক্রেন সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনের জন্য অব্যাহত সমর্থন এবং সামরিক সহায়তার বিষয়ে আশ্বস্ত করার উদ্দেশ্যে একটি অঘোষিত সফরে কিয়েভে পৌঁছেছেন।

সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তাকে স্বাগত জানানোর পর দুজনে কিয়েভে একটি বৈঠক করেন।

ইউক্রেনের যুদ্ধ উদ্যোগে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ৪০ কোটি ডলার মূল্যমানের অস্ত্র ও উপকরণের প্যাকেজ দেবে বলে ঘোষণা করা হয়েছে।

জেলেন্সকি বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সহায়তা প্যাকেজকে "অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে অভিহিত করেন এবং ধন্যবাদ জানান। রাশিয়ার তুলনায় বাহিনীর আকার ও অস্ত্র-গোলাবারুদের পরিমাণ, উভয় দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে ইউক্রেনে। যার ফলে তাদের জন্য এখন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।

গত এক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।


XS
SM
MD
LG