অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে জাহাজের ধাক্কায় ধসে পড়া সেতু সরাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ


বল্টিমোরে যুক্তরাষ্ট্রের ক্রুরা ১৩ মে সোমবার একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়, যাতে তারা মার্চ মাসে স্প্যানের উপরে পড়া বিশাল কনটেইনার জাহাজের সম্মুখ ভাগের ধাক্কায় খসে পড়া ফ্রান্সিস স্কট কি ব্রিজের একটি অংশ সরিয়ে নিতে পারে।

ইউএস আর্মি কোর অফ ইঞ্জিনিয়ার্স জানায়, বিস্ফোরণের ফলে সেতুর ট্রাস ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায়, যার ফলে উদ্ধারকর্মীরা ক্রেন ও বার্জ ব্যবহার করে দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব ধ্বংসাবশেষ সরিয়ে নিতে সক্ষম হয়।

২৬ মার্চ ভোরে দালি জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর স্প্যানে আঘাত হানে , স্প্যানটি পাতাপস্কো নদীতে পতিত হয়, এর বড় একটি অংশ দালির সম্মুখ ভাগকে ঢেকে ফেলেছিল।

পড়ে গিয়ে প্রাথমিকভাবে ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হন। (রয়টার্স)

XS
SM
MD
LG