অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চীনের প্রেসিডেন্ট শি-র সঙ্গে সাক্ষাৎ করলেন

১৬ মে, বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বেইজিং-এ সাক্ষাৎ করেন। ইউক্রেনে যুদ্ধ ও রাশিয়ার বিচ্ছিন্ন অর্থনীতির জন্য চীনের বৃহত্তর সমর্থন চান পুতিন।

মার্চ মাসে তার পূনর্নির্বাচনের পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর এবং ছয় মাসের মধ্যে এটা চীনে দ্বিতীয় সফর। ইউক্রেনে সামরিক আক্রমণের ফলে পশ্চিমা দেশগুলির তরফ থেকে নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপিত রাশিয়ার জন্য চীনই অন্যতম অর্থনৈতিক জীবনদাতা।

বেইজিং-এর কেন্দ্রস্থলে গ্রেট হল অফ দ্য পিপল’এর বাইরে এক জমকালো স্বাগত অনুষ্ঠানে পুতিনকে অভ্যর্থনা জানান শি। (এএফপি)


XS
SM
MD
LG