১৭ মে, শুক্রবার প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশে একটি ড্রোন উড়ছে এবং তারপর সেটি রাশিয়ার তুয়াপসে তেল পরিশোধনাগারে ভেঙে পড়ে। এই তেল পরিশোধনাগারে ইতোমধ্যেই আগুন লেগেছিল।
কিয়েভের গোয়েন্দা বিভাগের এক সূত্রের বক্তব্য অনুযায়ী, রাশিয়ার নভোরসিস্কের একাংশে একটি তেলের ডিপো ও রেলস্টেশন এবং মস্কো-অধিগৃহীত ক্রাইমিয়ার এক বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। পাশাপাশি রাতের মধ্যে তুয়াপসে তেল পরিশোধনাগারেও হামলা চালানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তুয়াপসে তেল পরিশোধনাগারের আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। (রয়টার্স)
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।
👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7615021.html
বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।