অ্যাকসেসিবিলিটি লিংক

বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলি রাফার শিবিরে পৌঁছলো

ইসরায়েল ও জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে চলমান যুদ্ধের আবহে ১৭ মে, শুক্রবার রাফার অস্থায়ী শিবিরে পৌঁছেছে এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার সামরিক অভিযান বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল রাফায় সৈন্য পাঠানো অব্যাহত রেখেছে।

বেসামরিক নাগরিকদের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও চলতি মাসের শুরুতে মিশরের সঙ্গে রাফা ক্রসিং-এর গাজার দিকের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসরায়েলি বাহিনী। (এএফপি/ভিওএ)

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7616465.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।


XS
SM
MD
LG