অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান: ‘দ্রুত বিচার সম্পন্ন করা বিচারপতিদের নৈতিক দায়িত্ব’


কক্সবাজার জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে, ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
কক্সবাজার জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে, ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন,ন্যায়বিচার পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার; আর, দ্রুত বিচার সম্পন্ন করা বিচারপতিদের নৈতিক দায়িত্ব।

শনিবার (১৮ মে) সকালে কক্সবাজার জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে, ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধনকালে কথা বলেন প্রধান বিচারপতি।

“সবাই ন্যায়বিচার পাবেন। বিচার প্রার্থীদের ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার;” যোগ করেন তিনি। আরো বলেন, দেশের প্রত্যেক নাগরিকের দ্রুত বিচার পাওয়া সাংবিধানিক অধিকার।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, “দ্রুত বিচার পাওয়ার যেমন নাগরিকদের সাংবিধানিক অধিকার, তেমনি, দ্রুত বিচার সম্পন্ন করা বিচারপতিদের নৈতিক দায়িত্ব।

আদালগুলোতে বিচার প্রার্থীদের বসার জন্য তেমন স্থান নেই। তাই প্রতিটি আদালতে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আর এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

XS
SM
MD
LG