ইরানের রাষ্ট্রীয় গণ মাধ্যম জানিয়েছে, দেশেটির উত্তরপশ্চিমের ভারজাগানের পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার মধ্য দিয়ে ঘণ্টার পর ঘণ্টা সন্ধানের পর অবশেষে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেছে।
এই ফটো গ্যালারিতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ এবং উদ্ধারকারী দলের সদস্যদের মরদেহ বহন করে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ২০ মে, ২০২৪।
রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কয়েকজন কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।