ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেসেটের গ্রীষ্মকালীন আসনের উদ্বোধনের জন্য ইসরায়েলের সংসদে পৌঁছেছেন। ২০ মে, ২০২৪।
তার কয়েক ঘন্টা আগে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটর যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গ্যালান্ট এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করার কথা ঘোষণা দেন।
গাজায় প্রায় আট মাস যুদ্ধের পর জারি করা এক বিবৃতিতে, আইসিসির প্রসিকিউটর করিম খান বলেছেন যে সকলেই যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়বদ্ধ বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে তার কাছে।
ইসরায়েল ও ফিলিস্তিনি নেতারা এর আগে যুদ্ধাপরাধের অভিযোগ নাকচ করে দিয়েছেন।
উপলব্ধ প্রমাণগুলির ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে কিনা, তার নির্ধারণ প্রাক-বিচার বিচারকদের একটি প্যানেলের উপর নির্ভর করে।
তবে আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনো উপায় নেই, এবং তাদের পক্ষ থেকে গাজা যুদ্ধের তদন্তকে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধিতা করে আসছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।