ইউরোপীয় মেরিটাইম এবং মানবিক সংস্থা এসওএস মেডিটেরানীর জাহাজ ওশান ভাইকিং মাল্টার কাছে একটি উদ্ধার অভিযান চালিয়ে ৩৫ জন বাংলাদেশীদের উদ্ধার করে। ২১ মে, ২০২৪।
মাল্টার উপকূলে ২০ মে রাতে এই ৩৫ জনকে দুর্দশাগ্রস্থ অবস্থায় একটি নৌকায় খুঁজে পেয়ে অ্যাম্বুলেন্স জাহাজটি তাদের সেখান থেকে উদ্ধার করে।
সমস্ত পুরুষের এই অভিবাসীদল লিবিয়ার বেনগাজি থেকে একটি ফাইবারগ্লাস নৌকায় রওনা হয়েছিল। মাল্টা এবং ইতালির যৌথ অভিযানে উদ্ধার হওয়ার পর জাহাজে মেডিকেল টিম তাদের চিকিৎসা করে।
এই ফটো গ্যালারিতে, তাদের জাহাজে বিভিন্ন কাজ করতে দেখা যায়; যেমন গাইতে, জামাকাপড় কাচতে, মেইন ডেকে সূর্যাস্ত দেখা এবং চুল ও দাড়ি কামানো।