২৩ মে, বৃহস্পতিবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে এক গণবিবাহ অনুষ্ঠিত হয়। ৫১ যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হন এইদিন। কাশ্মীরি মুসলিম কনেরা তাদের মেহেন্দি করা হাতের তালু ও বিয়ের পোশাক দেখাচ্ছেন।
ভারতে গণবিবাহগুলি আয়োজন করে বিভিন্ন সামাজিক সংগঠন। আর্থিকভাবে দুর্বল যে সব পরিবার বিয়ের অনুষ্ঠানের বিপুল খরচ বহন করতে সক্ষম নয় এবং সে দেশে বহু জনগোষ্ঠীর মধ্যে এখনও প্রচলিত প্রথা অনুযায়ী যৌতুক এবং মূল্যবান উপহার দিতে অক্ষম, মূলত তাদের সাহায্য করতেই এমন আয়োজন। (এপি)