অ্যাকসেসিবিলিটি লিংক

এল সালভাদরের বুকেলে গ্যাং সদস্যদের সন্ধানে হাজার হাজার সৈন্য ও পুলিশ মোতায়েন করেছেন


এল সালভাদরের প্রেসিডেন্ট, নাইব বুকেলে এই সপ্তাহে ঘোষণা করেছেন যে, তিনি অপরাধ চক্র বা গ্যাং সদস্যদের খুঁজে বেড় করতে উত্তরাঞ্চলীয় অপোপা শহরের পাঁচটি পাড়ায় ২,০০০ সৈন্য এবং রাইফেল সহ ১,০০০ পুলিশ সদস্য মোতায়েন করেছেন।

বুকেলে সামাজিক মাধ্যম এক্স-এ সৈন্য ও পুলিশ মোতায়েনের বিষয়ে পোস্ট করেছেন ও ইউনিফর্মধারী অফিসারদের বুলেটপ্রুফ ভেস্ট পরে এবং রাইফেল হাতে রাস্তায় হাঁটার ভিডিও শেয়ার করেছেন।

এক সপ্তাহান্তে ৮৭টি হত্যাকাণ্ডের পর, বুকেলে ২৭ মার্চ, ২০২২ গ্যাংদের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করেছিলেন, যা প্রশ্নবিদ্ধ জরুরী শাসনের অধীনে আদালতের আদেশ ছাড়াই গ্রেপ্তারের অনুমতি দেয়।

কর্তৃপক্ষের মতে, এই অভিযান শুরু হওয়ার পর থেকে, ৮০,০০০-এর বেশি অভিযুক্ত গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্যাংদের বিরুদ্ধে এই ক্র্যাকডাউন দেশে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং বুকেলের জনপ্রিয়তাও বৃদ্ধি পায়। তিনি ফেব্রুয়ারিতে আরও পাঁচ বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হন।

XS
SM
MD
LG