গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ জার্মানির বেশ কিছু এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছে, বিশেষ করে বাভেরিয়া এবং ব্যাডেন-ওয়ার্টেমবার্গ রাজ্যে।
ড্রোন থেকে তোলা ড্যানিউব নদীর আশেপাশে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি। ৪ জুন, ২০২৪।
মিউনিখের উত্তরে ইঙ্গোলস্ট্যাডের কাছে রিখটারশোফেনের বাভারিয়ান গ্রামের বাসিন্দারা বলেছেন, তারা আগে কখনো এমন বন্যা দেখেননি।
জার্মানি সহ ইউরোপের কিছু অংশ ২০২১ সালেও ভয়াবহ বন্যার কবলে পড়েছিল, যার ফলে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছিল। এই দুর্যোগের জন্য মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করা হয়, এবং কঠোর সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।