নরম্যান্ডিতে ডি-দিবসে অবতরণের ৮০ বছর পূর্তিতে ৬ জুন, বৃহস্পতিবার আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, ব্রিটেনের রানি ক্যামিলা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ।
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ভের-সুর-মের গ্রামের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ নরম্যান্ডি স্মৃতিসৌধে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
নরম্যান্ডিতে মিত্রবাহিনীর বিশাল সামরিক অভিযান ‘অপারেশন ওভারলর্ড’ শুরু হওয়ার পর থেকে এই বছর ৬ জুন ডি-দিবস অনুষ্ঠানের ৮০ বছর পূর্তি হলো। এই অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথকে ঘুরিয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত অধিকৃত ফ্রান্স মুক্ত হয়েছিল ও নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধও সমাপ্ত হয়। (এএফপি)