অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ডি-দিবসের অনুষ্ঠানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন

৬ জুন, বৃহস্পতিবার নরম্যান্ডির ঐতিহাসিক সৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষাৎ করলেন সেই সব প্রাক্তন সৈনিকদের সঙ্গে যারা ১৯৪৪ সালে ডি-দিবস অবতরণে অংশগ্রহণ করেছিলেন।

বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এখনও বেঁচে থাকা প্রাক্তন ও প্রবীণ সৈনিকদের তাদের সাহস ও আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রেসিডেন্ট প্রত্যেক প্রবীণের হাতে একটি করে স্মারক মুদ্রা তুলে দেন। তাদের সঙ্গে তিনি কথা বলেন ও ছবি তোলেন।

এই প্রবীণদের অনেকেই এখন নব্বই বা একশোর কোঠায় পা দিয়েছেন। তারা সৌহার্দ্য, বন্ধুত্ব ও আত্মনির্ভরতার ব্যক্তিগত গল্প ভাগ করে নেন সকলের সঙ্গে। ইতিহাসের সঙ্গে জীবন্ত এক যোগসূত্র স্থাপন করে দেন তারা।

১৯৪৪ সালের ৬ জুন, মিত্রশক্তির দেড় লাখের বেশি সৈন্য জার্মানির নাৎসি বাহিনীকে বিতাড়িত করতে সমুদ্র ও আকাশপথে ফ্রান্স আক্রমণ করেছিল। (রয়টার্স)


XS
SM
MD
LG