৭ জুন, শুক্রবার প্যারিসের আইফেল টাওয়ারে অলিম্পিক রিং তোলা হয়।
প্যারিস অলিম্পিক আয়োজকরা আইফেল টাওয়ারে এই রিংগুলি ঝুলিয়ে দেন। গ্রীষ্মকালীন গেমস শুরু হতে এখনও ৫০ দিন বাকি; তারই উদযাপন হলো ফরাসি রাজধানীতে।
পাঁচটি রিং-এর কাঠামো দৈর্ঘ্যে ৯৫ ফুট ও উচ্চতায় ৪৩ ফুট। এগুলি রিসাইকেলকৃত ফরাসি স্টিল দিয়ে তৈরি। প্যারিসের কেন্দ্রস্থলে ১৩৫ বছরের পুরনো ঐতিহাসিক মাইলফলকের দক্ষিণ দিকে এগুলি প্রদর্শিত হবে। সেইন নদী থেকে এটি দেখা যাবে। (এপি)