অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের এলিসে প্যালেসে রাষ্ট্রীয় নৈশভোজে বাইডেন দম্পতি


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনকে এলিসে প্রাসাদে রাষ্ট্রীয় নৈশভোজে স্বাগত জানান। ৮ জুন, ২০২৩।

শনিবার, বাইডেন বলেছিলেন যে আমেরিকার প্রতিষ্ঠার সময় ফ্রান্স তার "প্রথম বন্ধু" ছিল এবং দুই শতাব্দীর বেশি সময় পরেও দেশটির ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি রয়ে গেছে।

এই রাষ্ট্রীয় সফরের লক্ষ্য বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অংশীদারিত্ব প্রদর্শন করা এবং অতীতের বাণিজ্য উত্তেজনা কমানো।

ফ্রান্স থেকে পাঁচ দিনের সফর শেষ করে ৯ জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন বাইডেন। নরম্যান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সৈনিকদের সাথে ডি-ডে-র ৮০তম বার্ষিকী এবং প্যারিসে রাষ্ট্রীয় সফর ট্রিপের অন্তর্ভুক্ত ছিল।

XS
SM
MD
LG