অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনের আগে শপথ নেন ভারতের প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লিতে টানা তৃতীয়বারের মতো সংসদের লোকসভার সদস্য হিসেবে শপথ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নবনির্বাচিত মন্ত্রী পরিষদ। সোমবার, ২৪ জুন, ২০২৪।

মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নির্বাচনে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৪০টি জিতেছে, যেখানে বিজেপি নেতৃত্বাধীন জোট ২৭২টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে মোট ২৯৩টি আসন জিতেছে।

শপথ নেওয়ার আগে মোদী গত দুই মেয়াদের তুলনায় তিনগুণ ভালো করার প্রতিশ্রুতি দেন।

একই সময় বিরোধী কংগ্রেস দলের নেতারা ভারতীয় সংবিধান হাতে নিয়ে স্লোগান তুলে মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের প্রচারক হিসেবে মোদী তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, যা বিজেপির আদর্শিক সংগঠন। ভারতের স্বাধীনতা-পরবর্তী প্রথম নেতা জওহরলাল নেহেরু ছাড়া মোদী একমাত্র ব্যক্তি যিনি টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


XS
SM
MD
LG