ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনের যুদ্ধ এবং জুলাই মাসে আসন্ন নেটো শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করতে প্যারিসে দেখা করেন। সোমবার, ২৪ জুন, ২০২৪।
দুজনেই ইউক্রেনের প্রতি এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
প্রায় এক দশক নেতৃত্বে থাকার পর অক্টোবরে নেটো প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন স্টলটেনবার্গ।
ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ব্যাপারে সম্মত হবার লক্ষ্যে নেটো সদস্য দেশগুলি ৯ এবং ১০ জুলাই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একত্রিত হতে চলেছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।