বাইডেন এবং ট্রাম্প-এর বয়স নিয়ে প্রশ্ন করলেন সঞ্চালকরা
- By এপি
বিতর্ক শুরু হবার ৮০ মিনিট পর, ৮১-বছর বয়স্ক জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ৭৮, তাদের বয়স এবং কাজ করার সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে পড়েন।
বাইডেন ভাঙ্গা গলায় জবাব দেয়ার সময় তাঁর সফল নীতির তালিকা দিকে থাকেন এবং উল্লেখ করেন যে ট্রাম্পের বয়স তাঁর থেকে মাত্র “তিন বছর কম।”
জবাবে ট্রাম্প তাঁর গলফ খেলা নিয়ে বড়াই করেন এবং বলেন যে, তিনি ২৫ বছর আগে যত সুস্থ ছিলেন, এখন তত ভালই আছেন, এবং হয়তো “আগের চেয়ে একটু হাল্কাও হতে পারে।”
ট্রাম্পের ‘হাশ মানি’ প্রসঙ্গ তুললেন বাইডেন
- By এপি
বিতর্ক শুরু হবার প্রায় ৪৫ মিনিট পর প্রেসিডেন্ট বাইডেন অবশেষে সম্প্রতি নিউ ইয়র্কের এক আদালতে একজন পর্ণ তারকাকে চুপ রাখার জন্য ঘুষ দেয়া সংক্রান্ত মামলায় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের দোষী সাব্যস্ত হবার বিষয় তোলেন।
জানুয়ারি ৬, ২০২১ সালের বিদ্রোহ নিয়ে আলোচনার সময় বাইডেন বলেনঃ “এই মঞ্চে একজনই আছেন যাকে আদালত দোষী সাব্যস্ত করেছে, এবং আমি এই মুহূর্তে তাঁর দিকে তাকিয়ে আছি।” তিনি ট্রাম্পের দিকে ইঙ্গিত করেন।
ট্রাম্প তাঁর নিজের আইনগত সমস্যা থেকে দৃষ্টি সরানোর জন্য বাইডেনের ছেলে, হান্টারকে “অপরাধী” হিসেবে বর্ণনা করেন। হান্টার বাইডেন এ’মাসে আগ্নেয়াস্ত্র মামলায় তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হন।
ট্রাম্প ইউক্রেনের সাথে বাইডেনদের সম্পর্ক নিয়ে পুরানো অভিযোগের পুনরাবৃত্তি করেন।
ইউক্রেন নিয়ে প্রশ্ন
- By এপি
বিতর্কের এক পর্যায়ে পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন করা হয়, এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ছিল প্রথম বিষয়।
ট্রাম্প দাবী করেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন হতো না।
“আমাদের যদি একজন প্রকৃত প্রেসিডেন্ট থাকত, যে প্রেসিডেন্ট জানতেন, যাকে পুতিন সম্মান করে, তিনি কখনোই ইউক্রেনে হামলা চালাতেন না,” তিনি বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বলিষ্ঠতা নিয়ে ইতিবাচক মন্তব্য করার লম্বা ইতিহাস আছে ট্রাম্পের। কিন্তু তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সম্পর্কে সেরকম কোন উষ্ণতা প্রকাশ করেন না। এ’মাসে জেলেন্সকি যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সাহায্য অনুরোধ করলে ট্রাম্প তাকে “একজন বিক্রেতা” হিসেবে বর্ণনা করেন।
কোন হ্যান্ডশেক নাই, গলা ভেঙ্গে যাচ্ছে
বাইডেন এবং ট্রাম্প একে অপরকে মোটেই পছন্দ করেন না, তাঁরা এ’বিষয়টা গোপনও রাখেন না। তাঁরা যখন বিতর্কের শুরুতে পোডিয়ামে ওঠেন, তখন কোন হ্যান্ডশেক হয় নাই। বাইডেন প্রায়ই ট্রাম্পকে “এই লোক” হিসেবে সম্বোধন করেন।
মূল্যস্ফীতি নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বাইডেন, তাঁর গলা ভেঙ্গে যাচ্ছে, অভিযোগ করেন ট্রাম্প তাঁর জন্য একটি “বিপর্যস্ত অর্থনীতি” রেখে যায়।
ট্রাম্প জবাব দেন যে, কোভিড মোকাবেলায় বাইডেনের নীতি ছিল এক “বিপর্যয়” এবং বলেন মূল্যস্ফীতি “আমাদের মেরে ফেলছে।”
ট্রাম্প বলেন তাঁর সময় “সব কিছু দারুণ ভাল ছিল।”