অ্যাকসেসিবিলিটি লিংক

রেকর্ড তাপমাত্রায় দিল্লিতে দমকল কর্মীর সংখ্যায় ঘাটতি

চলতি বছরে গ্রীষ্মের মরসুমে নয়াদিল্লির রাস্তা দিয়ে দমকলের সদাব্যস্ত সাইরেনের আওয়াজ নিত্য-নৈমিত্তিক ঘটনা কারণ ভারত এখন তীব্র তাপপ্রবাহে আক্রান্ত।

ভারত সরকারের তথ্য অনুসারে, দুই কোটি জনসংখ্যার এই শহরে আগুন লাগার খবর প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

ক্লান্ত ও পরিশ্রান্ত দমকল কর্মীরা জানাচ্ছেন, প্রচণ্ড কঠিন পরিস্থিতিতে তাদের কাজ করতে হচ্ছে। প্রচণ্ড গরম ও অসংখ্য অগ্নিকাণ্ডের বিরুদ্ধে তাদের মোকাবেলা করতে হচ্ছে।

গ্রীষ্মকালের এই অসহ্য গরমে শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্র (এসি) ও অন্যান্য কুলিং পণ্যের বিক্রি হু হু করে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বৈদ্যুতিক অগ্নিকাণ্ড এবং শর্ট সার্কিটের ঘটনা ঘটছে।

প্রচণ্ড দাবদাহের ফলে দিল্লিতে বিদ্যুতের চাহিদা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর বলছে, এত দীর্ঘকালীন তাপপ্রবাহ দিল্লি আগে দেখেনি। এমন আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে আংশিকভাবে দায়ী করা হয়েছে। (রয়টার্স)


XS
SM
MD
LG