অ্যাকসেসিবিলিটি লিংক

বেআইনি হত্যা রোধ করতে গণ্ডারদের শিং-এ রেডিও-অ্যাক্টিভ ব্যবস্থা

চলতি সপ্তাহের শুরুতে লিমপোপো প্রদেশে এক গণ্ডার প্রতিপালন কেন্দ্রে গণ্ডারদের শিং-এ সতর্কভাবে আইসোটোপ বসাতে তাদের ধরে অবশ ও অচৈতন্য করা হয়।

একটি গবেষণা প্রকল্পে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন গবেষকরা। তাদের লক্ষ্য, গণ্ডারদের শিং-এ রেডিও-আইসোটোপ বসিয়ে তাদের বেআইনিভাবে হত্যা হ্রাস করা। উল্লেখ্য, বন্যপ্রাণীদের মধ্যে গণ্ডার ব্যাপকভাবে পাচার হয়। এই পাচার রোধ করা বা কমানো গবেষকদের অন্যতম লক্ষ্য। (এপি)


XS
SM
MD
LG