ওয়াশিংটনে হোয়াইট হাউসের ট্রুম্যান ব্যালকনি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নাতনি ফিনেগান বাইডেন, নাতি বিউ বাইডেন, ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এবং সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহফের সাথে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের আতশবাজি প্রদর্শন দেখছেন। বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪।